বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজ-এর ১ম জীবনীধর্মী গ্রন্থ



জসীমউদ্ দীন বাংলাদেশের খাঁটি কবিতাঁর কাব্যে পূর্ব বাংলার পল্লীজীবনের নৈসর্গিক চিত্র-তার স্বাভাবিক মাধুর্যে ফুটে উঠেছেবাংলার পল্লী-সঙ্গীতের সুরে রচিত তাঁর গানগুলি এদেশের অধিবাসীদের মনকে মাতিয়ে তোলেতাঁর এইসব গানের মধ্যে বাংলার পল্লী গ্রামের সহজ-সরল প্রাণের সুরটিই উঠে এসেছে-খুব সহজে। সে কারণে তিনি পল্লীকবি হিসেবে সমধিক পরিচিতছাত্রজীবনেই তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটেকলেজে অধ্যয়নকালে কবরকবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেনগ্রামীণজীবনের নিখুঁত চিত্র তাঁর কবিতায় কুশলতার সাথে অঙ্কিতএ-অঙ্কনরীতিতে আধুনিক শিল্প-চেতনার ছাপ সুস্পষ্ট
পল্লীকবির এই জীবনচরিত, বেড়ে ওঠা ও সাহিত্য-সাধনা দক্ষতার সঙ্গে সহজ ও সাবলীল ভাষায় বর্ণনা করেছেন কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজসঙ্গে রচনা নিদর্শন হিসেবে কবির নির্বাচিত ২০টি গান ও কবিতা সংযুক্ত হয়েছে-যা জসীমউদ্ দীন-পাঠে আগ্রহী পাঠকদের পাঠযাত্রাকে আরো সম্পন্ন করবে
জসীমউদ্ দীন : আহমেদ ফিরোজ; জীবনীগ্রন্থ; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০০৯; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৭০ টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন