বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজ-এর ২য় জীবনীধর্মী গ্রন্থ



ভারত উপমহাদেশের যে কজন রাষ্ট্রনায়ক স্মরণীয়-বরণীয় হয়ে আছেন, তাঁদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অন্যতমএকজন সেরা রাজনীতিবিদ, কূটনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী হিসেবে তাঁর পরিচিতি যুগ-যুগান্তরে, বর্তমানের গণ্ডি পেরিয়ে আরো দূর ভবিষ্যতেএকদিকে তিনি সংগ্রাম করেছেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, অন্যদিকে সংগ্রাম করেছেন বাঙালি স্বার্থ-বিরোধী শক্তির বিরুদ্ধেওতিনি ছিলেন একজন অনন্য রাজনীতিক সংগঠক, প্রতিভাশালী শাসক এবং অপ্রতিদ্বন্দ্বী পার্লামেন্টারিয়ান ও আইনজ্ঞ
আহমেদ ফিরোজ কবি ও প্রাবন্ধিকতিনি এ গ্রন্থে সহজ ও সাবলীল ভাষার বর্ণন কৌশলের নিবিষ্টতায় ইতিহাসের নির্মম চোখে অঙ্কন করেছেন তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনকে-যা এরই মধ্যে পাঠক চাহিদা বাড়িয়ে দিয়েছে অনেক গুণে
সোহরাওয়ার্দী : আহমেদ ফিরোজ; জীবনীগ্রন্থ; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০০৯; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৭০ টাকা
সূত্র : http://rokomari.com/book/807

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন