বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবি ও গবেষক আহমেদ ফিরোজ-এর ৮ম মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ



বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতাটানা ৯ মাসের সশস্ত্র যুদ্ধ ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা১৯৫২ সাল থেকেই শুরু হয়েছিল রক্তদানের পালাতারপর রাজনীতির দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছিল স্বাধীনতার দ্বারপ্রান্তেএকাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হাতে যা আছে, তা-ই নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলারআহ্বান জানিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন-এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামবলতে গেলে সেদিনই বাঙালির বুকে স্বাধীনতার বীজমন্ত্র বোনা হয়ে যায়
বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর স্বাধীনতা অর্জন ও ৪০ বছর পরবর্তী মূল্যায়নের সঙ্গে যুক্ত হয়েছে মহামানব শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম পাঠক-চাহিদার সম্পূর্ণতার পথকে ইতিহাসসমৃদ্ধ করেছে এ-গ্রন্থ পাঠযাত্রা।
বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১২; প্রকাশক : কথাপ্রকাশ; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ২৫০ টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন