শূন্যদর্শন
বিশেষ কোনো মতাদর্শের আধুনিকীকরণ নয়-স্বতন্ত্র ধারায় বিবিক্তচিত্তে
সে তার অস্তিত্বকে জানান দেয়, ধর্ম ও বিজ্ঞানের রাহুগ্রাস
থেকে বের হয়ে আসার একপ্রকার তাগিদ-যা রূপকথার অন্নজলকামে
টানে না, আবার বিজ্ঞানের ‘আধুনিক মানুষ’ও হতে চায় না; বরং চিরায়ত বাংলার লোকজ মরমি-সন্দর্শনে বাঁশি বাজিয়ে গান শুনিয়ে পরম আপন হতে চায়,
এই সহজ চাওয়া এবং সহজ হয়ে ওঠা-দু’য়ের সেতুবন্ধনে নতুন ভাবনার স্বপ্নাধিকারে
নিয়ে যায়; মনে করে এরই মধ্যে জগতের পুণ্য ও প্রাপ্তি,
সেই সহজ মানুষের সন্ধানে শূন্যদর্শন।
বর্ধিত কলেবরে
প্রকাশিত শূন্যদর্শন মানুষের শূন্যযাত্রাকে আপ্লুত করবে, চিন্তার বহুবিস্তৃত যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে আরো বহুদূর...
শূন্যদর্শন : আহমেদ ফিরোজ; প্রবন্ধ-গবেষণা (পরিবর্ধিত ২য় সংস্করণ); প্রকাশকাল : একুশে বইমেলা ২০১১; ১ম প্রকাশ : বইমেলা ২০০৫; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ১৩৫ টাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন