বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবি ও গবেষক আহমেদ ফিরোজ-এর ৭ম মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ



রাজনৈতিক অঙ্গনে গভীর বিভক্তি; এর পাশাপাশি জাতীয় প্রশ্নে অনৈক্য আমাদের এগিয়ে যাবার পথে সবচেয়ে বড় বাধাউদ্বেগের বিষয়, দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো তপরযুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছেবিচার সুষ্ঠুভাবে সম্পন্ন ও কার্যকর হলে তা এ ধরনের অপশক্তির তপরতা রোধে বিশেষ সহায়ক হবেএতে আইনের শাসন জোরদার হবে এবং দেশজুড়ে আসবে অর্থনৈতিক মুক্তিসে কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় আমাদের হতে হবে আরো বেশি যত্মবান, আকণ্ঠ সেনাধিনায়কইত্যাদি বিষয়ে গভীর মনোযোগ উঠে এসেছে ৭১ শেখ মুজিব বাংলাদেশ গ্রন্থে
৭১ শেখ মুজিব বাংলাদেশ : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১২; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরা; মূল্য : ৩৮০ টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন