‘এই প্রশ্নগুলো অবান্তর-কেন আমরা অপেক্ষা করি একেকটি সুদিনের জন্য? কেননা জগতে প্রশ্ন করবার অধিকারটুকু অভিভাবকদের দখলে, বহুকাল আগ থেকে এমনি নিয়ম নির্ধারিত; সে কারণে প্রশ্ন
করো না উত্তর-অপেক্ষায়, উত্তরগুলো প্রশ্নের
আঁধারে মায়ের তলপেটে বিঁধে গেছে বাবা নামক ঈশ্বর-অধিকারে।’
কাঠমানুষের কলমাবির্ভাব আহমেদ ফিরোজ-এর ২য় কাব্যগ্রন্থ। বলা
যায়, ১ম কাব্যগ্রন্থের তারুণ্যপূর্ণযাত্রা এ-গ্রন্থে এসে যৌবনপ্রাপ্তি পেয়েছে।
কাঠমানুষের কলমাবির্ভাব : আহমেদ ফিরোজ; কাব্যগ্রন্থ; প্রকাশকাল : ফেব্রুয়ারি
২০০৮; প্রকাশক : ভাষাচিত্র; প্রচ্ছদ : সব্যসাচী
হাজরা; মূল্য : ৪৫ টাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন