বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবি ও গবেষক আহমেদ ফিরোজ-এর ৬ষ্ঠ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ



বাঙালির সহস্র বছরের ইতিহাসে ১৬ ডিসেম্বরের সঙ্গে তুলনীয় একটি দিনও নেইকেননা, ১৯৭১ সালের আগে জাতি হিসেবে আত্ম-অধিকার প্রতিষ্ঠার বিরল অভিজ্ঞতা বাঙালি আর আস্বাদন করেনিকখনো স্বাধীনতার বিভ্রম দেখা দিলেও পরক্ষণেই তা মায়া-মরীচিকা বলেই প্রতিভাত হয়েছেশাসনের দণ্ড হস্তান্তর ছাড়া সে ঘটনাগুলোর বিশেষ তাপর্য জাতি অনুভব করেনিদীর্ঘ অতীতজুড়ে বিদেশি শাসকের পদানত বাঙালির কাছে তাই স্বাধীনতা শব্দের প্রধান অর্থ-পরাধীনতা থেকে মুক্তিপরাধীনতার বিপরীত শব্দ স্বাধীনতাআত্মশাসনের অধিকারই স্বাধীনতার শ্রেষ্ঠ প্রাপ্তিএ কথা সত্য, স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর বিগত ৪০ বছরে বাংলাদেশ লালন করেছে অমিত সম্ভাবনা, আশা ও স্বপ্নহাজারো পিছুটান সত্ত্বেও দেশটির অগ্রগতি বিস্ময়কর
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মূল্যায়ন-স্মারক এ-গ্রন্থ-যা ৪০ বছর পরে এসে দেশসেরা লেখকদের কলমে রৌদ্রচ্ছটায় উচ্চকিত কণ্ঠরূপ পেয়েছে
বিজয়ের ৪০ বছর : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১২; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : সব্যসাচী হাজরার স্কেচ অবলম্বনে; মূল্য : ২০০ টাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন